আনন্দ আড্ডা ও সঙ্গীতে সিলেটে এসএসসি-৯৩’র বন্ধুদের মিলন মেলা সম্পন্ন
নিউজ ডেস্ক
সত্যবাণী
সিলেট:বাংলাদেশে সারাদেশের ন্যায় সিলেট বিভাগেও মেধাবী শিক্ষার্থীরা ১৯৯৩ সালে এসএসসি পাশ করার পর পেরিয়ে গেছে প্রায় ২৭ বছর। এই ২৭ বছরে অনেকেই সমাজে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ।কেউ কেউ রয়েছেন প্রবাসে। আর প্রবাসে থাকলেও তাদের মন পড়ে আছে এই দেশে। আর দেশের বন্ধুদের জন্য বিদেশে থাকা বন্ধুরা আয়োজন করে বন্ধু আড্ডার।অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ সিলেট বিভাগ আমরা- ৯৩ এই অনুষ্ঠানের আয়োজন করে।শনিবার রাতে ( ২৮ নভেম্বর ২০২০) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে এ বন্ধু আড্ডা অনুষ্ঠিত হয়।সন্ধ্যা ৬ টা বাজার সঙ্গে সঙ্গে সিলেটের বিভিন্নস্থান থেকে এসএসসি-৯৩ বন্ধুরা আসতে থাকেন। ৭ টার মধ্যেই দুটি হল পরিপূর্ণ হয়ে ওঠে। সকল বন্ধুরা একত্রিত হয়ে নানা খোশগল্পে মেতে উঠেন চলে নানা স্মৃতিকথা।
প্রথম পর্বে শুরু হয় আলোচনা পর্ব, এর আগে কেক কেটে অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ আমরা সিলেট বিভাগ- ৯৩ এক বর্পূষর্তি পালন করা হয়।আলোচনায় অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন- মহানগর যুবলীগের সাধারন সম্পাদক মুশফিক জায়গীরদার, সিলেট মহানগর যুবলীগের নেতা সুবেদুর রহমান মুন্না, ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, আব্দুস সামাদ, চৌধুরী মোহাম্মদ সুহেল, উজ্জল আহমদ, তোফায়েল আহমদ, বুরহান উদ্দীন, ফয়েজ আহমদ, মিফতা উদ্দিন, ময়নুল ইসলাম বাদল, সোহেল বক্স, ইকবাল হোসাইন, জাহেদ ইসলাম, জাকের আহমেদ, আফতাব উদ্দিন, সেলিম আহমেদ, বিলাল আহমেদ, সফিকুর রহমান ও আরিফ উদ্দীন প্রমুখ।বিশ্বের বিভিন্ন দেশ থেকে আলোচনায় আংশ নেন কামরুজ্জামান, কামাল আহমেদ সিদ্দিকী, বুলন আহমেদ, আব্দুল মান্নান, নাসির উদ্দিন, আজীম উদ্দিন, পপি দেব, তাবাসসুম সুমি।অনুষ্ঠান পরিচালনা করেন ফয়সল আহমদ বাবলু।রাতে অনুষ্ঠিত হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান।এতে শিল্পী জয়ন্ত লালসহ ৯৩ বন্ধুরা অনুষ্ঠানে গান পরিবেশন করেন।