আনোয়ারুজ্জামান চৌধুরী:এ বিজয় আমাদের সবার
আনসার আহমেদ উল্লাহ
কন্ট্রিবিউটিং এডিটর,সত্যবাণী
লন্ডনঃ ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে। ফলাফলপত্র অনুযায়ী আনোয়ারুজ্জামানের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ চলে। ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০, নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন।
এদিকে আনোয়ারুজ্জামান চৌধুরী বিজয় হওয়ার পরে তার অনুভূতি ব্যক্ত করে বলেন “সকল প্রশংসা আল্লাহর” এবং “এ বিজয় আমাদের সবার” । তার ঘনিষ্ট সহকর্মী জামাল খানকে এবং সবার উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমার প্রাণপ্রিয় সিলেট আপনারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করেছেন। আপনাদের কষ্ট, ঘাম, শ্রম এর বিনিময়ে আজকের এই বিজয়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি ।ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা বহিঃ বিশ্ব থেকে এসেছেন তাদের প্রতি।জানিয়ে তিনি বলেন,’এ বিজয় আমাদের সবার। দীর্ঘদিন পর সিলেটে নতুন ইতিহাস সৃষ্টি হলো । ইতিহাস সৃষ্টিকারী সিলেটের সম্মানিত ভোটার বৃন্দ আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা জানাই বিজয় ত্বরান্বিত করতে যারা সহযোগিতা করেছেন। সর্বোপরি সংগ্রামী সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নেতা যারা সিলেটে থেকে আমাদেরকে সব সময় নির্দেশনা দিয়েছেন । ইনশাআল্লাহ, তার হাত ধরেই আগামীর স্মার্ট সিলেট বাস্তবায়ন হবে।