আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে লন্ডনে সংবাদ সম্মেলন: নৌকা প্রতিকের সমর্থনে সহযোগিতার আহ্বান
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে লন্ডনে অক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লন্ডনে বসবাসরত সিসিক নাগরিকদের উদ্যোগে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আসন্ন সিসিক নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে সহযোগীতার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
আবু হোসেনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের যৌথ পরিচালনায় গত শুক্রবার (২৮এপ্রিল ) লন্ডন বাংলা প্রেসক্লাব অফিসে আয়োজিত উক্ত সংবাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান গউস সুলতান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আহাদ চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আসম মিসবাহ, নাসির উদ্দিন, বাবুল খান, জুবায়ের সিদ্দিকী সেলিম ও মোস্তফা কামাল প্রমূখ।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী সিলেটবাসীর আশা আকাঙ্খারই প্রতিফলন ঘটিয়েছেন। বিলেতের সামাজিক রাজনৈতিক আন্দোলন সংগ্রামের তরুণ ও যুব সমাজের অন্যতম সক্রিয় সংগঠক আনোয়ারুজ্জামান চৌধুরী কমিউনিটির আস্থা ও ভরসার ঠিকানা।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে বলা হয়, একজন প্রগতিশীল, মুক্তমনের চিন্তাশীল মানুষ আনোয়ারুজ্জামান চৌধুরী বরাবরই আপনাদের এবং সংবাদ ও গনমাধ্যমের প্রতি যথেষ্ট আন্তরিক ছিলেন। আপনাদের সমর্থন ও সহযোগীতা রাজনীতি, সমাজ ও মানবিক মর্যাদা সম্পন্ন কাজে এগিয়ে যেতে তাকে নিয়মিত উৎসাহ দিয়েছে। আমরা বিশ্বাস করি সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রতি দায়বদ্ধতার কারনে ব্যক্তি আনোয়ারুজ্জামান চৌধুরী সর্বমহলে নিজেকে গ্রহণ যোগ্য করতে পেরেছেন ।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পরিক্ষিত রাজনীতিবিদ এবং সমাজ ও দেশ উন্নয়নের ব্রত নিয়ে কাজ করা মানুষটির দ্বারা আমাদের প্রবাসীরা বিভিন্ন ভাবে উপকৃত হয়েছি ৷ আমাদের প্রবাসীদের মৌলিক দাবী দাওয়া, জায়গা জমি, বাসা, বাড়ীসহ নানাবিধ সমস্যা সমাধানের জন্য হলেও আমাদের নিজেদের প্রতিনিধি নির্বাচিত করা এখন সময়ের দাবী । আর তাই আমরা বিশ্বাস করি, বিলেতে বসবাসরত সকল স্থরের প্রবাসী তথা সিলেট সিটির ৪২টি ওয়ার্ডের প্রবাসীরা ঐক্যবদ্ধ ভাবে আগামী ২১ জুনের বহু প্রতিক্ষিত সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচিত করবেন।