আপনার দায়িত্ব আপনি পালন করুন – মুখ ঢেকে রাখুন
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ যখন ঘরের বাইরে বের হবেন,তখন সরকারের কোভিড-১৯ নির্দেশিকা যথাযথভাবে অনুস্মরণ করতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,যদিও গরমের এই সময়ে মুখে মাস্ক পরিধান বা মুখ ঢেকে রাখাটা বেশ অস্বস্তিকর,তারপরও যেখানে এটা করা অত্যাবশকীয়,যেমন পাবলিক ট্রান্সপোর্ট, দোকানপাট ও হাসপাতাল ইত্যাদি স্থানে এটি
পরিধান করুন।৮ আগষ্ট থেকে যেসব স্থানে অবশ্যই মুখে আচ্ছাদন পরতে হবে,তার তালিকা আরো সম্প্রসারিত করা হয়েছে। যেমন এখন থেকে সিনেমা হল, উপাসনালয়, জাদুঘর, সেলুন, লাইব্রেরী, কমিউনিটি সেন্টার সহ অসংখ্য অভ্যন্তরীন পাবলিক স্পেস ও ভেন্যুতে মাস্ক পরিধান বা মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক। ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া রোধ করতে দয়া করে সর্বশেষ নির্দেশনাগুলো অনুস্মরণ করার মাধ্যমে আপনার নাগরিক দায়িত্ব পালন করুন।বাইরে থেকে ঘরে ঢোকার সাথে সাথে সাবান-পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়া এবং বাইরে অবস্থানকালে অন্যদের থেকে শারিরীক দূরত্ব বজায় রাখা – এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কী করতে পারবেন, এবং কী করতে পারবেন না, সেসম্পর্কে আরো সরকারি ওয়েবসাইট ভিজিট করতেও পরামর্শ দেওয়া হয়েছে।