আমেরিকার হৃদয়ের গহীনে রয়েছে গণতন্ত্রের স্পন্দন: বিজয়ী বাইডেন
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
মার্কিন যুক্তরাষ্ট্রঃ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন বলেছেন,অভূতপূর্ব বাধার মুখে রেকর্ড সংখ্যক আমেরিকান ভোট দিয়েছে।আবারও প্রমাণ হয়েছে, আমেরিকার অন্তরের গহীনে রয়েছে গণতন্ত্রের স্পন্দন।মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, এক বিবৃতির মাধ্যমে ক্ষোভ আর তিক্ততাকে পেছনে রেখে ঐক্যবদ্ধ জাতি গড়ার ডাক দিয়েছেন তিনি।
আমেরিকান জনগণ বিশ্বাস করে আমাকে এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে যে দায়িত্ব দিয়েছে তাতে আমি আপ্লুত এবং সম্মানিত।’ বলেছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম নির্বাচিত প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, ‘প্রচার শেষ হয়ে যাওয়ার মধ্য দিয়ে ক্ষোভ এবং তিক্ত বক্তব্যকে পেছনে ফেলে দেওয়ার এবং জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার সময় চলে এসেছে’।বাইডেন বলেন, এটা আমেরিকাকে ঐক্যবদ্ধ করার এবং ক্ষতি নিরসন করার সময়। তিনি বলেন, ‘আমরা ইউনাউটেড স্টেটস অব আমেরিকা। আমরা ঐক্যবদ্ধ হলে এমন কিছু নেই যা করতে পারি না।শনিবার জয় নিশ্চিত হওয়ার এক বিবৃতিতে এসব কথা বলেন বাইডেন।