আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে চীন।প্রথম দফার ৫ লাখ ডোজ উপহারের টিকা পৌঁছানোর নয়দিনের মাথায় শুক্রবার (২১ মে) নতুন এ তথ্য জানা গেল।ঢাকার চীনা দূতাবাস সূত্র জানায়,আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি’র টেলিফোনে আলাপ হয়।আলাপকালে ড. মোমেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। সেদিন ভোর সাড়ে ৫টার দিকে ওই টিকা বহনকারী বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট এস–৩এজিএফ কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে। পরে বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের পক্ষ থেকে টিকা বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।সেদিন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিলেন, ‘সিনোফার্মের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন না দেয়ায় প্রথম দিকে আমরাও আনতে খুব বেশি আগ্রহী ছিলাম না। আমাদের বিশেষজ্ঞরাও এমন নির্দেশনা দিয়েছিলেন। তবে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। আমরাও এখন টিকা আনতে চাই।তিনি আরও বলেন, ‘চীনা টিকার যৌথ উৎপাদন হতে পারে। আর তা হলে উভয়পক্ষই লাভবান হবে। চীন আমাদের ৫ লাখ টিকা উপহার হিসেবে দিয়েছে। এজন্য চীনের সরকারকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।’

You might also like