‘আস্ক এবাউট এ্যাজমা’ ক্যাম্পেইন: এ্যাজমা নিয়ন্ত্রণে তিনটি সহজ পদক্ষেপ নেয়ার আহ্বান
নিউজডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ লন্ডনের প্রতি ১০ জন শিশু ও তরুণ বয়সীদের মধ্যে এ্যাজমা বা হাঁপানি রয়েছে।অথচ এ্যাজমা ম্যানেজমেন্ট সম্পর্কে বা ইনহেলার ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে তাদের অর্ধেকেরও কম সংখ্যকই জানে।এ্যাজমা সমস্যা যথাযথভাবে ম্যানেজ বা মোকাবেলা করতে না পারার কারনে প্রতি বছরে ৪ হাজারের মতো শিশু ও তরুণ বয়সীকে ভর্তি হতে হয় হাসপাতালে।এদের মধ্যে ১৭০ জনের ক্ষেত্রে পরিস্থিতি গুরুতর আকার ধারন করে, যার কারণে তাদের ক্ষেত্রে ইনটেনসিভ কেয়ারের প্রয়োজন হয়।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মাসে, আস্ক এবাউট অ্যাজমা (#AskAboutAsthma) ক্যাম্পেইনের পক্ষ থেকে নিজেদের অ্যাজমা সমস্যা নিয়ন্ত্রণে রাখতে তিনটি সহজ ও কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য শিশু ও কিশোর তরুণ বয়সী ও তাদের পরিবার এবং তাদের পরিচর্যাকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। শিশুদের স্কুলে ফিরে যাওয়া এবং একই সাথে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে সময়টা ভীষণ চ্যালেঞ্জের,তাই এটি বর্তমান সময়ের মতো এতটা গুরুত¦পূর্ণ আর কখনোই হয়নি।এ ব্যাপারে বিস্তারিত তথ্য ও পরামর্শ জানতে ভিজিট করুন – www.healthylondon.org/askaboutasthma