ইউপি নির্বাচন: যশোরে স্বতন্ত্র প্রার্থী উত্তমের নির্বাচনী প্রচারণায় নৌকা প্রার্থীর ভাইয়ের হামলা

যশোর প্রতিনিধি
সত্যবাণী

লন্ডন: যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী, সাংবাদিক উত্তম ঘোষের নির্বাচনী প্রচারণা সভা হামলার শিকার হয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত এক অভিযোগে উত্তম ঘোষ বলেছেন, নৌকার প্রার্থী শামসুন নাহার লিলির ভাই মশিয়ার রহমান তফাদারের নেতৃত্বে স্থানীয় বালুকঘর বাজারে গত বুধবার আয়োজিত তাঁর নির্বাচনী পথ সভায় দুবৃত্তরা লাঠিসোটা নিয়ে হামলা করে।

তিনি জানান, শুধু এই হামলাই নয়, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কড়িয়া খালি, বেগমপুর, কোমড়পুল, চালিতাবাড়িয়া ও বালুকঘরে তাঁর নির্বাচনী প্রতীক আনারসের কর্মীরা পোষ্টার লাগানোর সময় নৌকা প্রতীকের ক’জন কর্মী  মোটর সাইকেল যোগে এসে আনারসের পোষ্টার ছিড়ে ফেলে। শুধু এই এলাকাগুলোই নয়, সন্ত্রাসিরা এই এলাকাসহ সাড়া ইউনিয়নব্যাপীই আনারসের পোষ্টার ছিড়ার এই তান্ডব অব্যাহত রাখে। তারা ভালুকঘরে আনারসের পোষ্টারে আগুন দেয়, পোষ্টার লাগাতে আসা কর্মীদের মারধর করে।

হিন্দু সম্প্রাদায়ভুক্ত প্রার্থী উত্তম ঘোষ তাঁর এলাকায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে বলেও তাঁর অভিযোগে শঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে মন্তব্য জানতে শামসুন্নাহার লিলির সাথে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।

 

You might also like