ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে স্বয়ং ইহুদিদের সোচ্চার
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ ইন্টারন্যাশনাল জুয়িশ অ্যান্ট-জায়নিস্ট নেটওয়ার্ক (আইজেএএন) যুক্তরাজ্যে ইসরায়েলি রাষ্ট্রদূত, জিপি হোটোভেলির উত্তর পশ্চিমে লন্ডনে অবস্থিত বাড়ির সামনে একটি বিক্ষোভ করে। ইসরায়েলের গাজা গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান নৃশংসতার জন্য রাষ্ট্রদূত হোটোভলির দোষের প্রতি বিক্ষোভকারীরা দৃষ্টি আকর্ষণ করে।বেঙ্গলিস ফর প্যালেসটিনের’ আনসার আহমেদ উল্লাহ ও শাহ মুস্তাফিজুর রহমান বেলালের নেতৃত্বে একদল বাঙালি এই বিক্ষোভে অঙশগ্রহন করে। সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল বলেন ইস্রাইলি বাহিনী এতো অন্যায় করছে যে স্বয়ং ইহুদিরাও এই হত্যাযজ্ঞের প্রতিবাদে রাস্তায় নেমেছে।ইসরায়েল ১৫,০০০ বেশি গাজাবাসীকে হত্যা করেছে, যার মধ্যে ৪০০০ টিরও বেশি শিশু রয়েছে – এছাড়াও আরও ১২৭০ জন এখনও ধ্বংসস্তূপের নীচে রয়েছে এবং ২৫৫০ জন মহিলা, প্রায় ২০,০০০ আহত এবং দশ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে ।ইসরায়েলের গাজা অবরোধ করে বোমা হামলায় হাসপাতাল, বাড়িঘর, জীবন রক্ষাকারী অবকাঠামো ধ্বংস করে গণহত্যা করছে । এদিকে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হত্যা, গ্রেপ্তার এবং বাস্তুচ্যুত হওয়ার খবর প্রচারিত হচ্ছে না।বিক্ষোভকারীরা স্লোগান দেয়, “আমরা চুপ থাকব না” এবং “আমরা এখনই যুদ্ধবিরতি দাবি করছি”।