ইস্ট লন্ডন মসজিদে “ফেইথ ইন এনভায়রনমেন্ট” প্রকল্পের সুচনা : পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে নানা কর্মসূচি

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির অঙ্গীকার নিয়ে “ফেইথ ইন অ্যানভায়রনমেন্ট” প্রকল্পের সূচনা করেছে ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টার । ৫ জুলাই শুক্রবার জুমার খুতবায় বিষয়টি নিয়ে গুরুত্বপুর্ণ আলোচনার মধ্য দিয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক সুচনা করা হয়।প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে মানুষকে শিক্ষিত ও সচেতন করা। পরিবেশ সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন ও পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার যে চলমান অঙ্গীকার তা বাস্তবায়ন করা ।

জুমার খুতবায় পৃথিবী সুরক্ষায় ইসলামিক মুল্যবোধের ওপর গুরুত্বারোপ করা হয় । পাশাপাশি কিছু বাস্তব কর্মসূচিও ঘোষনা করা হয় । এর মধ্যে রয়েছে, মসজিদ কমপ্লেক্স ও স্কুলগুলোতে পরিস্কার রিসাইকেল বিন স্থাপন ও ব্যবহার নিশ্চিতকরণ । সুষ্ঠু ব্যবহার এবং পুনর্ব্যবহারের মাধ্যমে বর্জ্য হ্রাস করা, পানি এবং বিদ্যুতের মতো সম্পদের ব্যবহারে সংযমশীল হওয়া, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এড়িয়ে চলা, মসজিদের কমিউনাল বা খোলা জায়গায় পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশ দূষণ রোধে যেসব উপকরণ ব্যবহার করা হয়, তা যথাস্থানে স্থাপন ও সহজলভ্য করা।এই প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং লন্ডন মুসলিম সেন্টারের ফয়ারে স্থাপিত অস্থায়ী স্টল ঘুরে দেখেন । তাঁরা প্রকল্পের ভুয়শী প্রশংসা করে সাফল্য কামনা করেন।এ উপলক্ষে মসজিদের সিইও জুনাইদ আহমেদ এক বিবৃতিতে বলেন “পৃথিবীর রক্ষক হিসেবে পরিবেশ সুরক্ষা এবং সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব । যা আমাদের ধর্মের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও আমরা বিবেচনা করি । ইস্ট লন্ডন মসজিদ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ । আমরা বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টা, ধর্মীয় নির্দেশনা ও নৈতিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে স্থানীয় এবং বৈশ্বিক পরিবেশে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলতে পারব।

You might also like