ইয়াসের লাইভ সম্প্রচার, প্রাণে বাঁচলেন টিভি সাংবাদিক-ক্যামেরাম্যান

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

ভারত: ভারতের উপকূলে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। এর লাইভ সম্প্রচার করছিলেন পশ্চিমবঙ্গের টিভির চ্যানেলগুলোর সাংবাদিকরা। এ সময় আচমকা একটি ঢেউ এসে কলকাতা টিভির এক নারী সাংবাদিক, ক্যামেরাম্যান ও গাড়ির চালককে ভাসিয়ে নিয়ে যায়। পরে উপস্থিত অন্য সাংবাদিকদের সহায়তায় কোনো রকমে প্রাণে বেঁচে যান তারা।

বুধবার (২৬ মে) পশ্চিমবঙ্গের দীঘার সমুদ্রতীরে এ ঘটনা ঘটে বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। কলকাতা টিভির ওই সঞ্চালিকার নাম সূচন্দ্রিমা দত্ত। এ সময় প্রাণে বাঁচেন তার গাড়ির ড্রাইভার চন্দু এবং সঙ্গী ক্যামেরাম্যান।খবরে বলা হয়েছে, লাইভ সম্প্রচার চলার সময় হঠাৎ করেই পাহাড়-সমান একটি ঢেউ এসে তিন জনকেই ভাসিয়ে নিয়ে যায়। এ সময় সেখানে উপস্থিত অন্য চ্যানেলের সাংবাদিকদের চেষ্টায় কোনো রকমে বেঁচে যান তারা। ঘূর্ণিঝড় ইয়াসের পরিস্থিতি সরাসরি সম্প্রচারের জন্যই তারা দীঘায় গিয়েছিলেন।এদিকে, এই জলোচ্ছ্বাসে বিপন্ন হয়েছেন সেখানকার অনেকেই। এ সময় সৈকতাবাসে আটকে পড়েন তৃণমূল বিধায়ক ও মন্ত্রী অখিল গিরি এবং কয়েকজন সাংবাদিক। বেশ কিছু গাড়ি ঢেউয়ের তোড়ে ভেসে গেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

You might also like