ইয়েমেন হামলার পর ইউএই’তে যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

দুবাই: যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতকে শত্রুর হাত থেকে রক্ষায় সহায়তা করতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী একটি ডেস্ট্রোয়ার ও যুদ্ধ বিমান মোতায়েন করতে যাচ্ছে। দেশটি ইয়েমেন বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার পর ওয়াশিংটন এমন সিদ্ধান্ত গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র।ইউএই’তে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ও আবুধাবির যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ানের মধ্যে ফোনালাপের পর ইয়েমেন বিদ্রোহীদের ‘চলমান হুমকি মোকাবেলায় ইউএই’কে সহযোগিতা’ করতে এ যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করা হচ্ছে।

You might also like