উত্তপ্ত সিলেটের রাজপথ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে ছিলেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। ক্ষমতাশীন দল আ’লীগ, বিএনপি’র নেতাকর্মীরা খাদ্যসামগ্রী নিয়ে ছুটে গিয়েছেন বিভিন্ন এলাকার বন্যার্ত মানুষের পাশে। তবে হঠাৎ করে এবার সিলেটের রাজপথ দখলে রাজনৈতিক দলগুলো সক্রিয় হয়ে উঠছে। কখনো আ’লীগ, কখনো বিএনপি। আবার কখনো ছাত্রলীগ বা ছাত্রদল। মূলত এবার রাজপথ দখল করতে মরিয়া দু’দলের নেতাকর্মীরা।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামাত কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসৃচীর অংশ হিসেবে শনিবার জেলা ও মহানগর আ’লীগের তরফ থেকে আলাদাভাবে কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিপুলসংখ্যক নেতাকর্মী।জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে দুপুর বারোটায় আ’লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রেজিস্টারি মাঠে জমায়েত হন। দুপুর সাড়ে বারোটায় রেজিস্টারি মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলে যোগ দেয় জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতীলীগ। মিছিলটি নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।এদিকে, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো.মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় একইদিন বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল বের করে জেলা ও মহানগর যুবলীগ।

অন্যদিকে, গত মঙ্গলবার সিলেটে শো-ডাউন করেছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক র‌্যালিকে ঘিরে তারা এই শো-ডাউন করে।এতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ ছিল। এই শো-ডাউনে সিলেট থেকে সরকার হঠাও আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এই ঘোষণার পর সিলেটের রাজনীতিতে উত্তাপের আশঙ্কা করা হচ্ছে। এরআগে নগরীতে শো-ডাউন করে যুবদল ও ছাত্রদল। কয়েকদিন আগে কর্মসূচি পালনকে ঘিরে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর সিলেটে মুখোমুখি রয়েছে ছাত্রলীগ ও ছাত্রদল। তবে- ছাত্রদলের শো-ডাউনের দিন ছাত্রলীগ কোনো বাঁধা দেয়নি। দলীয় কর্মসূচি না থাকায় এদিন ছাত্রলীগ মাঠে নামেনি।

You might also like