উত্তরবঙ্গের সঙ্গীতশিল্পীদের জন্য নির্মূল কমিটির শীতবস্ত্র বিতরণ
নিউজ ডেস্ক
সত্যবাণী
লালমনিরহাটঃ ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২০ সকাল ১১ টায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কাছারি পাড়া সুফলা সতিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে মায়ের তরী’র শিশুশিল্পী ও বাউল গুরুদের মধ্যে শীতবস্ত্র হিসেবে ২২০ টি চাদর ও ২২০ টি কম্বল বিতরণ করা হয়। মায়ের তরী’র শিশু শিল্পীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীতে পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিশু শিল্পীরা সমবেত কণ্ঠে লালনগীতি ও ভাওয়াইয়া গান পরিবেশন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মায়ের তরী’র সভাপতি প্রদীপ কুমার রায়। প্রধান অতিথি হিসেবে ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আদিতমারী থানার অফিসার ইনর্চাজ সাইফুল ইসলাম এবং কিন্ডার হিল্পসের নির্বাহী পরিচালক জেমস আশিষ দাস। এছাড়াও বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রংপুর বিভাগের সম্মনয়ক ডা. মফিজুল ইসলাম, লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ময়জুল ইসলাম ময়েজ, কেন্দ্রীয় কমিটির সদস্য পিন্টু সাহা, দপ্তর সম্পাদক শিমন বাস্কে, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ফারহানা হাসান বিথী, ডা. মমতাজ বেগম ও চলচ্চিত্র অভিনেত্রী দিলরুবা দোয়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন কুমার বেদ। উপস্থিত ছিলেন আদিতমারী প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন সুমন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম আহম্মেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির লালমনিরহাট জেলা কমিটির প্রচার ও গণমাধ্যম বিষয় সম্পাদক হেলাল হোসেন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অসা¤প্রদায়িক বাংলাদেশে সা¤প্রদায়িকতা ও মৌলবাদের চর্চা মেনে নেয়া হবে না। বাংলার সঙ্গীত ও সংস্কৃতির রয়েছে অপরিসীম শক্তি। আর এ সংস্কৃতিই পারবে মৌলবাদী অপশক্তিকে রুখে দিতে। উপস্থিত অতিথিবৃন্দ শীতার্ত প্রান্তিক বাউল শিল্পীদেরকে শীতবস্ত্র উপহার দেয়ায় একাত্তরের ঘাতক দালার নির্মুল কমিটিকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, মে (২০২০) একাত্তরের ঘাতক দালার নির্মুল কমিটির পক্ষ থেকে কোভিড সংক্রমণের শুরুতে লকডাউন চলাকালীন সময়ে উত্তরাঞ্চলের ১০০ প্রান্তিক বাউল ও কীর্তণ শিল্পী পরিবারের মাঝে চাল, ডাল,তেল, লবণ, শুকনো খাবার ও হাত ধোয়ার সামগ্রী উপহার দেয়া হয়েছিল।