উন্নয়নের ক্ষেত্রে ভাটি এলাকার পিছিয়ে থাকবে না :পরিকল্পনামন্ত্রী
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ পরিকল্পনামন্ত্রী এম এ. মান্নান বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার।এই সরকারের আমলে দেশব্যাপী ব্যাপক উন্নয়নযজ্ঞ পরিচালিত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, অবকাঠামো, যোগাযোগসহ সবক্ষেত্রে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। এই ক্ষেত্রে দিরাই-শাল্লা তথা ভাটি এলাকাও আর পিছিয়ে থাকবে না।পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ভাটি এলাকার মানুষের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা একটা দরদ সব সময়ই ছিল এবং আছে। যে কারণে এই অঞ্চলের মানুষের স্বার্থে কোন কিছু বললে তিনি ফিরিয়ে দেন না। এ সময় তিনি শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে সকলের প্রতি অনুরোধ করেন।
শনিবার সন্ধ্যায় নগরির রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামে দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের উদ্যোগে দিরাই-শাল্লার উন্নয়নবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মুখ্য আলোচকের বক্তব্যে সাবেক অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান বলেন, শেখ হাসিনার দূরদর্শী সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের জন্য সামগ্রিকভাবে বাংলাদেশ আজ রোল মডেল হিসাবে বিশ্ব দরবারে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে। সরকারের উন্নয়ন মহযজ্ঞ দিরাই-শাল্লাও যুক্ত হবে।দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের আহ্বায়ক ও অগ্রণী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. আজিজুল হকের সভাপতিত্বে ও যুব সংগঠক সঞ্জয় চৌধুরী এবং শফিকুল আলম চৌধুরী টিটুর যৌথ পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের সদস্য সচিব ও দিরাই কলেজের প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মিহির রঞ্জন দাস, এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, এমসি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ রায়, রাগীব-রাবেয়া কলেজের অধ্যক্ষ শিফাত আলী, শাহজালাল উপশহর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য রায়হান মিয়া, স্থানীয় সরকার বিভাগের কন্সালটেন্ট হাবিবুর রহমান, দিরাই ইসকনের সভাপতি হরিচরণ নিতাই, সমাজকর্মী শেখ আব্দুল লতিফ, সংগঠক ঋতু রঞ্জন দেব, সুলতান মাহমুদ প্রমুখ।অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা নাজমুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন অনাঙ্গ দাস। মতবিনিময় সভা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।