উপশহরে গাড়ি আটকে চাঁদাবাজি হিজড়াদের দৌরাত্ম থামাবে কে?
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটে সাধারণ পরিবহন বা বিয়ের যাত্রীবাহী গাড়ি থামিয়ে হিজড়াদের চাঁদাবাজি দিন দিন বেড়েই চলেছে। ৩০ অক্টোবর রোববার দুপুর ১টার দিকে নগরির উপশহর গার্ডেন টাওয়ারের পাশে এমন দৃশ্য দেখা যায়। এ অবস্থায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে হিজড়াদের অব্যাহত এ দৌরাত্ম থামাবে কে?প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন থেকেই এ এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করে তৃতীয় লিঙ্গ নামধ্রাী এ জনগোষ্ঠী। তাদের দাবিকৃত চাঁদা না দিলে তারা কাউন্টার এবং গাড়িতে রীতিমতো তা-ব চালায়। যাত্রীদের সাথে অশালীন আচরণ করে।রোববার দুপুরে উপশহর গার্ডেন টাওয়ারের সামনে বিয়ের যাত্রীবাহী গাড়ি থামিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা যাত্রীদের সাথে অশোভন আচরণ শুরু করে।একপর্যায়ে যাত্রীরা কিছু টাকা দিতে রাজি হয়। কিন্তু তারা তাদের দাবিকৃত টাকার জন্য অনড়। এ অবস্থায় শেষ পর্যন্ত চাহিদা পুরণ করেই বরযাত্রীরা স্থান ত্যাগ করে।এখন প্রশ্ন দেখা দিয়েছে, এরা কী সত্যিই হিজড়া না হিজড়া বেশধারী চাঁদাবাজ? আর এদের এই দৌরাত্ম থামাকে কে?