এ সপ্তাহেই লোডশেডিং মুক্ত হচ্ছে সিলেট

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ প্রায় ১০ দিনের তাপপ্রবাহের পর বৃষ্টিতে সিলেটে চাহিদা কমায় বিদ্যুতের লোডশেডিং কমে এসেছে।বিদ্যুৎ বিভাগ বলছে,বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটের বিভিন্ন এলাকা লোডশেডিংয়ের আওতার বাইরে ছিল।এ সময় সিলেটে বিদ্যুৎ পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি হয়েছে।সিলেট আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, শনিবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ছিলো ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে যা ছিল ৩৭ থেকে ৩৮ ডিগ্রি।বৃষ্টির কারণে অন্তত ৩ থেকে ৪ ডিগ্রি কমেছে।সিলেটে বৃষ্টির ফলে বিদ্যুতের চাহিদা কমে এসেছে।এর সঙ্গে সরকারের পদক্ষেপে বিদ্যুতের উৎপাদনও কিছুটা বেড়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভাগীয় অফিস জানায়, শনিবার বেলা ১টায় সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা ছিলো ১৯২ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ ছিলো ১৮৮ মেগাওয়াট। এ সময়ে বিভাগে ঘাটতি ছিলো মাত্র ৪ মেগাওয়াট। অপরদিকে একই সময়ে সিলেট মহানগরিতে বিদ্যুতের চাহিদা ছিলো ১৩০ মেগাওয়াট। যার পুরোটাই সরবরাহ করেছে বিদ্যুৎ বিভাগ।বিষয়টি জানিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আরাফাত-আল-মাজিদ ভূঁইয়া গণমাধ্যমকে জানান, সিলেট বিভাগে আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।

You might also like