১৭ মে থেকে ইংল্যান্ড থেকে উঠছে লকডাউন

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ ইংল্যান্ডে ধারাবাহিকভাবে লকডাউনের শিথিলের অংশ ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী ১৭ মে থেকে। সোমবার প্রধানমন্ত্রী বরিস জনসন পরবর্তীধাপে লকডাউন শিথিলের এই ঘোষণা দিয়েছেন। ১৭ মে থেকে একে অন্যকে হাগ দিতে পারবেন বা কোলাকুলি করতে পারবেন। নীচে এক নজরে দেখে নিন আরো কি কি পরিবর্তন হচ্ছে ১৭ মে থেকে।

* ঘরের বাইরে সর্বোচ্চ ৩০ জনের গ্রুপ এক সঙ্গে মিলিত হতে পারবেন। ঘরের ভেতরে সর্বোচ্চ ৬ জন অথবা দুই পরিবারের সদস্যরা মিলিত হতে পারবেন।

* পাব এবং রেষ্টুরেন্টের ভেতরে টেবিল পেতে ব্যবসা করতে পারবেন। ভেতরে সর্বোচ্চ ৬ জন এবং বাইওে সর্বোচ্চ ৩০ জন এক সঙ্গে বসতে পারবেন। তবে পাবে অবশ্যই সামাজিক দুরত্ব বহাল থাকবে এবং এনএইচএস অ্যাপের মাধ্যমে করোনা টেস্ট পরীক্ষা করতে হবে।

* সিনেমা, মিউজিয়াম, থিয়েটার এবং কনসার্ট হলের ভেতরে সর্বোচ্চ ১ হাজার এবং বাইরে সর্বোচ্চ ১০ হাজার মানুষ এক সাথে মিলিত হতে পারবেন।

* বিদেশ ভ্রমণের জন্যে গ্রিণ লিস্ট করা হবে। ১৭ মে থেকে পর্তুগাল ভ্রমণের সুযোগ পাবেন। ৫ হাজার পাউন্ডের জরিমানার বিধান বাতিল হবে।

* সর্বোচ্চ ৩০ জন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন। কিন্তু এক সঙ্গে নাচতে পারবেন না।

* ফিউনারেল বা জানাজায় কোনো বিধি নিষেধ বা লোক সমাগমের সীমাবদ্ধতা নেই।

* সেকেন্ডারী স্কুলের শিক্ষার্থীদের মাস্ক পরতে হবে না।

You might also like