একনেক সভায় প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে সরকার
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ মহামারী করোনা সংকটকালীন দেশে খাদ্যের যেন ঘাটতি না হয় সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার সূচনা বক্তব্যে এ কথা বলেন সরকারপ্রধান।গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘এটা ঠিক করোনা ভাইরাস আমাদের অনেকটা পিছিয়ে দিচ্ছে। তারপরও আমাদের কৃষির যে অগ্রগতি এটা ধরে রাখতে হবে। আমাদের মানুষের আর যাই হোক তাদের খাদ্যের অভাবটা যেন না হয় সেটা আমাদের দেখতে হবে।সরকারপ্রধান আরও বলেন, ‘খাবারের ব্যবস্থাটা যদি আমরা ঘরে রাখতে পারি তাহলে অন্য কোনোদিকে খুব একটা সমস্যা হবে না। আমরা কাটিয়ে উঠতে পারবো।কৃষকদের সার, উন্নতমানের বীজসহ অন্যান্য কৃষি উপকরণ দেয়া হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। এভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব করে যাচ্ছে।’