একাদশে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ একাদশ শ্রেণিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির আবেদন যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করেছে সরকার। প্রথম ধাপে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জনের তালিকা মনোনীত হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কলেজে ভর্তির ওয়েবসাইটে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়।এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন অর রশিদ বলেন, প্রথম পর্যায়ে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জনকে মনোনীত করা হয়েছে। এদর ২৬ থেকে ৩০ আগস্টের মধ্যে সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে ভর্তি আবেদন বাতিল করা হবে।

তিনি বলেন, ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। এ ছাড়া তাদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।ভর্তি তালিকায় প্রথম দফায় যাদের নাম আসেনি তাদের চিন্তার কারণ নেই উল্লেখ করে তিনি বলেন। যারা তালিকায় বাদ পড়েছে তারা দ্বিতীয় দফায় আবেদন করতে পারবে। দ্বিতীয় দফায় আবেদন করতে ফি লাগবে না।

এর আগে গেল বৃহস্পতিবার একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শেষ হয়। চলতি বছর সব মিলিয়ে ১৩ লাখ ৪২ হাজার শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছে। ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রথম ধাপে ২৬ থেকে ৩০ আগস্ট রাত ৮টার মধ্যে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে। এই সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে প্রথম ধাপের আবেদন বাতিল বলে গণ্য হবে।৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় ধাপের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। পছন্দক্রম অনুসারে প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। আর দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলও একই দিন রাত ৮টায় প্রকাশ হবে। ৫ থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের নিশ্চায়ন করতে হবে।

তৃতীয় পর্যায়ে আবেদন চলবে ৭ থেকে ৮ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশন এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। এ পর্যায়ের নিশ্চায়ন করতে হবে ১১ থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ হবে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টায়। ভর্তি চলবে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।শিক্ষাবোর্ডের তথ্যমতে, চলতি বছর একাদশ শ্রেণির ভর্তির কার্যক্রম চলচে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিকাশ, নগদ, সোনালী ব্যাংক, টেলিটক ও রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে।

You might also like