এনএইচএস টেস্ট এন্ড ট্রেস সম্পর্কে হালনাগাদ তথ্য
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ কারো মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ দেখা যাওয়ার সাথে সাথে যাতে পরীক্ষা ও সনাক্ত করা হয়,তা নিশ্চিত করতেই সারা দেশব্যাপি এনএইচএস টেস্ট এন্ড ট্রেস কর্মসূচি চালু করা হয়েছে।এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে, কারো কোভিড-১৯ টেস্ট রেজাল্ট পজিটিভ হলে,তার সাথে সাম্প্রতিক সময়ে যাদের যাদের যোগাযোগ হয়েছে, তাদের সকলকে চিহ্নিত করা এবং প্রয়োজনে, তাদেরকে এটা অবহিত করা যে কোভিড-১৯ এ আক্রান্ত কোন একজনের সংস্পর্শে তারা এসেছিলেন, যাতে করে তারা নিজ ঘরে স্ব-বিচ্ছিন্ন অবস্থায় থাকেন এবং এভাবেই ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া রোধ করা।
টাওয়ার হ্যামলেটসকে সুরক্ষিত রাখা এবং আক্রান্ত ও সংক্রমণের হার কম রাখতে এটি হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ প্রয়াস। কীভাবে এটি (টেস্ট এন্ড ট্রেস) কাজ করে সেসম্পর্কে সঠিক তথ্য আপনি, আপনার পরিবার ও বন্ধু বান্ধবরা পাচ্ছেন, সেটা নিশ্চিত করুন।১১৯ নাম্বারে ফোন করে অথবা www.nhs.uk/conditions/coronavirus-covid-19/testing-and-tracing/get-an-antigen-test-to-check-if-you-have-coronavirus/ এই লিংকে গিয়ে অনলাইনে টেস্ট বুক করতে পারেন।www.towerhamlets.gov.uk/lgnl/health__social_care/health_and_medical_advice/Coronavirus/Test_and_Trace.aspx – কাউন্সিলের এই ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাবেন।