এনভিআরসহ বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা প্রদানে লন্ডন মিশনে নতুন রেকর্ড

নিউজডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ বাংলাদেশ হাই কমিশন, লন্ডন গত নভেম্বর মাসে মোট ৬,০৬৩ নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), ১২০০ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), ২৩৪ পাওয়ার অব এটোর্নী এবং ১৮২ ভিসা ইস্যুসহ বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা প্রদান করেছে। এনভিআরসহ এ ধরনের সেবা প্রদানের সংখ্যা এ পর্যন্ত লন্ডন হাই কমিশনের সর্বোচ্চ রেকর্ড।এ প্রসঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম মিশনের কনস্যুলার উইংসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘বাংলাদেশ হাই কমিশন প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে সর্বোচ্চ সেবা প্রদানে নিবেদিত। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ হাই কমিশন থেকে কেউই সেবা ছাড়া খালি হাতে ফেরত যাবেন না।”

উল্লেখ্য, বাংলাদেশ হাই কমিশন সেবা গ্রহিতাদের দ্রুত সেবা প্রদানের জন্য ইতোমধ্যেই কনস্যুলার উইংয়ের সাথে মিশনের অন্যান্য উইংয়ের কর্মকর্তা ও কর্মচারিদের সংযুক্ত করে এবং নির্ধারিত অফিস সময়ের পরও কার্যক্রম অব্যাহত রেখে  সেবা প্রদান করছে। তাছাড়া সেবা গ্রহিতাদের জন্য হাই কমিশনের পুরনো এবং নতুন বর্ধিত ভবনে পর্যাপ্ত বসার ব্যবস্থা করা হয়েছে, যাতে কাউকেই ঠান্ডা ও বিরূপ আবহাওয়ার মধ্যে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে না হয়।

You might also like