এবার আগুন নিয়ে পোড়াতে এলে, সেই হাত পুড়িয়ে দেয়া হবে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল বলেছেন, এবার আগুন নিয়ে পোড়াতে এলে, ওই হাত পুড়িয়ে দেয়া হবে।দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এবার আগুন নিয়ে পোড়াতে এলে সেই হাত আমরা পুড়িয়ে দেবো; পুড়িয়ে দেবেন। যে হাতে ভাঙচুর করবে সেই হাত আমরা ভেঙে দেবো। বিএনপিকে চিনে রাখুন। এই বিএনপি এবার যদি আগুন নিয়ে আসে, এবার যদি সন্ত্রাস করতে আসে, সন্ত্রাসের কালো হাত আমরা গুড়িয়ে দেবো।আজ সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আট-ঘাট বেঁধে নেমেছেন জানি। জানি, লন্ডনের ডান হাত আপনি, ফখরুল নন। সব গোপন খবর আপনি পান। জানিয়ে দিচ্ছি, আমরা কিন্তু মাঠে আছি। আমরা রাজপথে আছি। তলে তলে কৌশল কী করছেন জানি। ভোটে জিততে পারবেন না, সে জন্য এখন চোরা গোপ্তা পথে আবারও আগুন সন্ত্রাস করবেন। প্রস্তুতি নিচ্ছেন জঙ্গিবাদকে আবারও মাঠে নামাবেন, তার ইশারা-আলামত আমরা বুঝতে পারছি।নেতাকর্মীদের তিনি বলেন, ‘্আপনারা আক্রমণে যাবেন না। কিন্তু সতর্ক থাকতে হবে। ২০১৩-১৪ সাল মনে আছে? কীভাবে গাছ-রাস্তা কেটেছে, রেল লাইন পুড়িয়েছে, বাসে হামলা চালিয়ে নিরিহ যাত্রীকে পুড়িয়েছে, ড্রাইভার-কনডাক্টরকে মেরেছে, সারা বাংলাদেশে ভূমি অফিসে আগুন দিয়েছে, সারা দেশে বিদ্যুৎকেন্দ্র পুড়িয়ে দিয়েছে।বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের গতি দেখে ঘোড়াও হাসে, মানুষও হাসে। তারা এখন আহত অবস্থায় ভয়ে ভয়ে পদযাত্রার কথা বলছে। খবর নিয়ে দেখুন, কয়টা ইউনিয়নে এই পদযাত্রা হয়েছে। বিএনপির আন্দোলন এখন মরা গাঙের মতো। এতে কোনো ঢেউ নেই।বিএনপির এখন জ্বালার শেষ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘হিংসা করে লাভ নেই। অনেক জ্বালা অনেকের ভেতরে। বিএনপির এখন জ্বালার শেষ নেই। গ্রাম শহর হয়ে যাচ্ছে এই জ্বালা। পদ্মা সেতুর জ্বালা, মেট্রোরেলের জ্বালা, শত সেতুর জ্বালা, বঙ্গবন্ধু টানেলের জ্বালা, জ্বালার শেষ নেই। শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছেন, বাংলাদেশের রূপান্তর ঘটিয়েছেন, এইটা তাদের আরও বড় জ্বালা।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি শেষ পর্যন্ত পানি ঘোলা করে নির্বাচনে আসবে। আসবে, শেষ বেলায় আসবে। আরেকবার সাধিলে খাইবো। গতবারও আসবে না, শেষ পর্যন্ত এলো। না এসে যাবে কোথায়! না এসে পালাতে পারে। একজন পালিয়েছে, বাকিরাও পালানোর পথ খুঁজবে।’

You might also like