ওসমানী থেকে ৩৪ কেজি চোরাই স্বর্ণ উদ্ধারঃ ৪ জন আটক

সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ২৮০ টি স্বর্ণের বার ও ৬ টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে; যার ওজন ৩৪ কেজি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।
৮ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে এই চালান উদ্ধার করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দার সমন্বিত অভিযানে এই চালান আটক করা হয়।
স্থানীয় সংবাদদাতারা জানান, শুক্রবার সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে বিমানে তল্লাশি চালানো হয়। বিমানের ৩২ জে এবং ২১ এবিসি সিটের নিচ ও ওয়াশরুম থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন প্রায় ৩৪ কেজি বলে জানা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ৪ যাত্রীকে আটক করা হয়েছে।

You might also like