ওসমানীনগর উপজেলা নির্বাচন ভোটের মাঠে নৌকা এগিয়ে

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী শামীম আহমদ ভিপির পক্ষে ব্যাপক সাড়া পড়েছে। নিভৃত পল্লীর সাধারণ গৃহবধূ থেকে শুরু করে রাজনীতি সচেতন উচ্চ বা মধ্যবিত্ত, সবার মুখে মুখে ফিরছে তার নাম। দিন যত গড়াচ্ছে, আরও ব্যাপকভাবে তা ছড়িয়ে পড়ছে। গতকাল দিনব্যাপী ওসমানীনগর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, প্রতিদ্বন্ধী প্রার্থীকে অনেক পেছনে ফেলে এগিয়ে চলেছেন জেলা যুবলীগ সভাপতি নৌকার প্রার্থী ভিপি শামীম।প্রতিদ্বন্ধিদের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন সরকারি দল আ’লীগ মনোনীত প্রার্থী ভিপি শামীম। রাজনীতিতে তার পারিবারিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। নিজে ছাত্রলীগের রাজনীতি করে এখন হাল ধরেছেন সিলেট জেলা যুবলীগের। তার নেতৃত্বের প্রশংসা করেন সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে, এমনকি নিজ বলয়ের বাইরের নেতারাও।

এছাড়া তার স্ত্রী সুষমা সুলতানা রুহিও একজন রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি। দীর্ঘ ৫ বছর জেলা পরিষদ সদস্য হিসাবে নিজের যোগ্যতার পরিচয় দিয়ে গত ১৭ অক্টোবরের নির্বাচনেও জয়লাভ করেছেন। রাজনীতির মানুষ হিসাবে এই জুটির খ্যাতি ওসমানীনগর ছাড়িয়ে জেলাজুড়ে ছড়িয়ে পড়েছে।তাছাড়া ব্যক্তি হিসাবেও ভিপি শামীম বেশ জনপ্রিয়। বিশেষ করে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ- প্রত্যেকের সাথেই তার সু-সম্পর্ক রয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে। এখন জেলা ও উপজেলাপর্যায়ে তার রাজনৈতিক প্রভাব সম্পর্কেও সাধারণ মানুষের কৌতুহল দিন দিন বাড়ছে। এসব বিষয় সম্পর্কে মানুষ যতো জানতে পারছেন, ততই তার প্রতি তাদের সমর্থন বাড়ছে।
এ প্রসঙ্গে স্থানীয় তাজপুর বাজারের ব্যবসায়ী শাহজাহান আহমদ (২৯) বলেন, শামীম ভাই তার রাজনৈতিক প্রজ্ঞা ও ব্যক্তিগত সাধারণ জীবন-যাপনের কারণে নেতাকর্মীদের মধ্যে যেমন তুমুল জনপ্রিয়, তেমনি সাধারণ মানুষের কাছেও। দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে। সাধারণ ভোটাররা তার মতো একজন মানুষকেই ওসমানীনগর উপজেলা চেয়ারম্যানের চেয়ারে দেখতে অধীর আগ্রহে অপেক্ষায়।আমি নিজে উনাকে ভোট দেব, কারণ তাঁর মত সৎ মানুষের এই সমাজে প্রয়োজন আছে।দয়ামীর বাজারে কথা হয় জানু মিয়া (৪৫) নামে একজনের সাথে। তিনি জানান, তার বাড়ি চিন্তামইন এলাকায়। সওদা কিনতে দয়ামীর বাজারে এসেছেন। তিনি বলেন, ‘আগে সরকারি দলর চেয়ারম্যান না থাকায় আমরা উন্নয়ন থাকি বঞ্চিত অইছি। না উপজিলা না সংসদ, কোনখানোউ সরকারি দলর মানুষ নাই। ইতা তাকি ইবার আমরা অনেক কিছু হিখছি। আর ভুল করতাম নায়। ওসমানীনগরর উন্নয়নর লাগি আমরা সরকারি দলরেউ জিতাইমু। ইকান আমার কথা নায়, প্রায় হকলর কথা।

উম্মরপুর বাজারে কথা হয় সিরাজ উদ্দিনের সাথে। তিনি পেশায় সিএনজি চালক। এ প্রতিবেদবের সাথে আলাপকালে তিনি বলেন, ‘শামীম ভাইর ব্যাপারে আগে অতো কিছু জানা আছিল না। এখন ইলেকশনো খাড়া অওয়ায় জানলাম, তাইন একজন খুব ভালা মানুষ। ব্যবহার সুন্দর। ক্ষমতাও আছে বউত। এর লাগি সারা উপজিলা জুড়িয়া তান নামডাক হুনিয়ার। তাছাড়া তাইন সরকারি দলর এবং একজন যোগ্য মানুষ। আমার গাড়িত যারা উঠইন তারা প্রায়ই এই বেচারার মাত মাতইন। আমি তানর লাগি দোয়া করি এবং আমার ভোটও তানরে দিমু।উল্লেখ্য, গত জুনের ভয়াবহ বন্যার কারণে স্থগিত হয়ে যাওয়া সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২ নভেম্বর। এ লক্ষ্যে নির্বাচন কমিশন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে

You might also like