ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত ৩

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। ১২ জুন সোমবার ভোর ৫টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতের নাম জসিম (৩৫)। তিনি ধাক্কা দেয়া ট্রাকের চালক। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ফখরুল ইসলাম।ওসমানীনগর থেকে সংবাদদাতা জানান, সিলেটগামী একটি ট্রাক নিজ কুরুয়া নামক স্থানে আসার পর টায়ার পাংচার হলে চালক ও সহকারী মিলে চাকা পরিবর্তন করছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে একই দিকে সিলেটগামী আরেকটি ট্রাক এসে পেছন থেকে তাদের ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক, চালকের সহকারীসহ ৩জন ঘটনাস্থলেই নিহত হয়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ওসমানীনগর স্টেশনের উপ-সহকারী পরিচালক খন্দকার সানাউল হকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।এ ব্যাপারে ওসমানীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ফখরুল ইসলাম বলেন, ‘দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে এসে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরেকজন। তার ট্রাকই ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা ট্রাককে। আহত ব্যক্তিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি বলেন, ‘নিহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে আহতের নাম জসিম। তিনি বুকে মারাত্মকভাবে চাপ খেয়েছেন।’

You might also like