কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
নিউজ ডেস্ক
সত্যবাণী
ভারত: ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। রুটিন চেকআপের জন্য বুধবার (৪ জানুয়ারি) তাকে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে শাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন সোনিয়া গান্ধী।ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক প্রতিবদনে এসব তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।প্রতিবেদনে বলা হয়, সোনিয়া গান্ধী শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) থেকেই অসুস্থ ছিলেন তিনি। বুধবার হাসপাতালে ভর্তি করার সময় মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা তার সঙ্গে ছিলেন।মায়ের অসুস্থতা নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী জানান, সোনিয়া গান্ধী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আশা করি, তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।জানা যায়, মঙ্গলবার উত্তর প্রদেশে প্রবেশ করা ভারত জোড়ো যাত্রায় সাত কিলোমিটার হেঁটে সন্ধ্যায় দিল্লিতে ফিরে আসেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। উত্তর প্রদেশের বাগপতের মাভিকালানে যাত্রা বিরতির পর বুধবার (৪ জানুয়ারি) ভোর ৬টায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা পুনরায় যাত্রা শুরু করা হয়।করোনায় আক্রান্ত হয়ে জটিল অবস্থার সৃষ্টি হওয়ায় গত বছরের ১২ জুন সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর ১৮ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়।প্রবীণ এ কংগ্রেস নেত্রী গত বছর দু’বার করোনায় আক্রন্ত হয়েছিলেন।