কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

ভারত: ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী করোনাসভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ দলের মুখপাত্র রনদীপ সিং সুর্যাবালা সংবাদমাধ্যমকে একথা নিশ্চিত করেন।আজ বিকেলে এখানে টুইটার বার্তায় সুর্যাবালা বলেন, তার হালকা জ্বর ও করোনাভাইরাসের কিছু উপসর্গ দেখা দিয়েছে। তিনি আলাদা রয়েছেন এবং গত সন্ধ্যা থেকে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষা করা হলে তার কোভিড পজিটিভ ধরা পড়ে।তিনি বলেলেন, কংগ্রেস সভাপতি গত সপ্তাহে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন, যাদের মধ্যে কয়েজনকে কোভিড পজিটিভ পাওয়া গেছে।তিনি স্পষ্ট করেছেন যে, ‘আজ পর্যন্ত আগামী ৮ জুন (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ইডি-র সামনে তার উপস্থিতির তারিখ নির্ধারিত রয়েছে।শ্রীমতি গান্ধী এবং পুত্র রাহুলকে অর্থ পাচারের মামলায় এই কেন্দ্রীয় সংস্থা তলব করেছে।সংবাদমাধ্যমের খবরে বলা হয়, কংগ্রেস এমপি অভিষেক মনু সিংভি সম্প্রতি গণমাধ্যমকে বলেন, এক্ষেত্রে অর্থ পাচার বা আথিক লেনদেনের কোন প্রমাণ নেই।

You might also like