কদমতলি ওভারব্রিজে দিন-দুপুরে ছিনতাই
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ নগরির দক্ষিণ সুরমার সিলেট-জকিগঞ্জ রোডের ওভারব্রিজের উপরে দিন-দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১১ জুন রোববার দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকে সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের বাসিন্দা দিনমজুর রুশন মিয়ার কাছ থেকে ১১ হাজার টাকা লুটে নেয় ছিনতাইকারীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ছিনতাইকারীদের খোঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।ছিনতাইয়ের শিকার রুশন মিয়া বলেন, বিদেশ গমনেচ্ছু ছেলেকে সঙ্গে নিয়ে জকিগঞ্জ থেকে তিনি সিলেটে আসছিলেন ছেলের আঙ্গুলের ছাপ দেয়ার জন্য। দুপুর দেড়টার দিকে ওভারব্রিজের নিচে নেমে সিঁড়ি দিয়ে উপরে উঠামাত্র কয়েকজন ছিনতাইকারী ঘিরে ধরে অস্ত্রের ভয় দেখিয়ে রুশনের শার্টের পকেটে থাকা ১১ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ সময় তিনি চিৎকার করলেও অদূরে দাঁড়িয়ে ও বক্সে বসে থাকা পুলিশ এগিয়ে আসেনি। পরে তিনি দক্ষিণ সুরমা থানায় গিয়ে অভিযোগ দিলে একদল পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা গণমাধ্যমকে বলেন, ওই ব্যক্তি তার ১১ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ দিলে আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিয়েছে। ছিনতাইকারীদের পুলিশ খুঁজে বের করে আটকের চেষ্টা করছে বলে জানান তিনি।