কমলগঞ্জে ১২২ চা-শ্রমিক পরিবার পেলো বিদ্যুৎ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া চা বাগানের ১২২ চা-শ্রমিক পরিবার বিদ্যুতের আওতায় এসেছে।কমলগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ২৫ আগস্ট শুক্রবার রাতে প্রধান অতিথি হিসেবে সুইচ চেপে বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো.আব্দুস শহীদ এমপি।বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জের ইউএনও মো.জয়নাল আবেদিন, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর।

You might also like