কমিউনিটি অন্তর্ভুক্তি ছাড়া লকডাউন সম্ভব না: স্থানীয় সরকার মন্ত্রী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ জোন ভিত্তিক লকডাউন বিশেষ করে রেড জোনে লকডাউন কার্যকর করতে কমিউনিটিকে অন্তর্ভুক্ত করতে হবে।তা না হলে লকডাউন সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।বুধবার (১৭ জুন) রাজধানীর পূর্ব রাজাবাজারে চলমান লকডাউন কার্যক্রম পরিদর্শনে এসে মন্ত্রী এই কথা বলেন।তিনি বলেন,জরুরি সেবা দেওয়ার জন্য এসব এলাকায় অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত রাখতে হবে।যাতে গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়।এসব এলাকার গরীব দুস্থ,দিনমজুর মানুষের বাড়িতে বিনামূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।অন্যদিকে সামর্থবানদের কাছে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হচ্ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘এখানে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়েছে।এখানকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকাসহ সারাদেশে যেখানে লকডাউন প্রয়োজন সেখানে এই পদক্ষেপ নেওয়া হবে।মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনায় নিয়ে ইউরোপসহ বিভিন্ন দেশে করানো পরিস্থিতিতেও সবকিছু চালু রয়েছে।কারণ মানুষ এবং দেশের অর্থনীতিকে বাঁচাতে এর বিকল্প নেই।ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছেন জানিয়ে মো. তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে বেশি সংক্রমিত এলাকাগুলোতে পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলা করা সম্ভব।এই সময় সেখানে উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন এবং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরানসহ সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন।