কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন সুমনের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার দাবী

নিউজ ডেস্ক
সত্যবাণী

যুক্তরাজ্যঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য শাখার সম্পাদকমণ্ডলীর এক সভা গতকাল সোমবার প্রযুক্তিগত সুবিধা ব্যবহারের মাধ্যমে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টির যুক্তরাজ্য শাখার সভাপতি ডাক্তার আহমেদ জামান।সভায় উপস্থিত ছিলেন ডাক্তার রফিকুল হাসান খান জিন্নাহ,নিসার আহমদ,আবেদ আলী আবিদ,ডাক্তার শাহেদা ইসলাম,শাহরিয়ার বিন আলী ইফতেখারুল হক পপলু।সভায় পার্টির রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্টের উপর সম্পাদকমণ্ডলীর সদস্যরা আলোচনায় অংশ নেন।সভার এক প্রস্তাবে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন এর উপর দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সাথে ৫৭ ধারায় গ্রেফতারকৃত সকলের মুক্তি দাবি করা হয় এবং অবিলম্বে ৫৭ ধারা বাতিলের দাবি জানানো হয়।

এছাড়াও সভা থেকে সাম্প্রতিক বৃটেনের বাংলা টেলিভিশন চ্যানেল চ্যানেল এস এর এক অনুষ্ঠানে মাহী ফেরদৌস জলিল কর্তৃক চরম সাম্প্রদায়িক উদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে সভা থেকে মাহি ফেরদৌস জলিলের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য চ্যানেল এস এর প্রতি আহ্বান জানানো হয়।সভায় বলা হয় করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকার সীমাহীন অব্যবস্থাপনার সৃষ্টি করেছে যা করোনা পরিস্থিতিকে ভয়াবহ রূপের দিকে নিয়ে যেতে পারে।সভা থেকে সাম্প্রতিক করোনা মহামারীতে দুনিয়াজোড়া নিহতদের স্মরণ করা হয় এবং সকল শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।সভা থেকে এ অভিমত ব্যক্ত করা হয় সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি একথা জানান দেয় মানুষের বাসযোগ্য একটি নিরাপদ পৃথিবী গড়ার ক্ষেত্রে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাই এক্ষেত্রে সর্বোত্তম পন্থা।

You might also like