করোনা ভ্যাকসিন ক্লিনিকাল টেস্ট শুরুর ঘোষণা ব্রিটিশ কোম্পানি জিএসকে’র

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ সারা বিশ্বের বিজ্ঞানীরাই এখন কোভিড-১৯ এর ভ্যাকসিনের পেছনে ছুটছেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া সর্বমেষ তথ্যানুযায়ী ১৩টি ভ্যাকসিন মানবশরীরে গবেষণা করা হচ্ছে। ১২০টি এখনও গবেষণার প্রাথমিক পর্যায়ে আছে।এই দৌঁড়ে এবার যোগ দিলো জিএসকে ও ক্লোভার।বিশ্বের অন্যতম বৃহৎ ব্রিটিশ ওষুধ নির্মাতা জিএসকে জানিয়েছে, এ বছরের শেষ নাগাদ তারা সুসংবাদ দিতে পারবে।

চীন ইতোমধ্যেই তাদের ৬ষ্ঠ টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছে।আর কোনও দেশ এতোগুলি টিকা নিয়ে কাজ করছে না।তাই বিশ্লেষকদের আশা,সবার আগে সুসংবাদ দিতে পারবে এশিয়ার দেশটি।বিজ্ঞানীরা বলছেন,চীন পৃথিবীর একমাত্র দেশ, যাদের করোনাভাইরাসের অরিজিন সম্পর্কে পরিস্কার ধারণা আছে।কারণ ভাইরাসটির উৎপত্তি সে দেশেই।এ কারণে চীনই সবচেয়ে এগিয়ে গবেষণায়।তবে জার্মান টিকা নির্মাতা কিওরব্যাক জানিয়েছে,সেপ্টেম্বর অথবা অক্টোবরে তারা আনিুষ্ঠানিকভাবে সুসংবাদ দিতে পারবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ড.সৌম্য স্বামিনাথন জানিয়েছেন,এ বছরই কয়েক কোটি ভ্যাকসিনের ডোজ তৈরি করা সম্ভব।আর ২০২১ সালের শেষ নাগাদ ২০০ কোটি ডোজ তৈরি সম্ভব।

You might also like