করোনায় আইপিএলের ভবিষ্যৎ কী? জানিয়ে দিলেন সৌরভ
নিউজ ডেস্ক
সত্যবাণী
স্পোর্টস ডেস্কঃ করোনা ভাইরাসের প্রকোপে টালমাটাল গোটা বিশ্ব। ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত।অক্সিজেনের আকাল গোটা দেশজুড়ে। হাসপাতালে পর্যাপ্ত আসন নেই, মৃতদেহ সৎকারের স্থান সংকুলান হচ্ছে না।এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চালিয়ে যাচ্ছে। চলতি আইপিএলকে অনেকেই বাঁকা চোখে দেখছেন। তবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, আইপিএল বন্ধ বা সূচি পরিবর্তনের কোনো ভাবনা নেই তাদের।
ভয়ঙ্কর অতিমারীর মধ্যে আইপিএল চলছে। তা নিয়েই উঠছে একাধিক অপ্রীতিকর প্রশ্ন। ইতোমধ্যে একাধিক বিদেশি ক্রিকেটার আইপিএল ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন। করোনা ভাইরাসের কারণে টুর্নামেন্টের মাঝপথে আইপিএল ছেড়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এমন অবস্থায় আইপিএল স্থগিত করার বিষয়ে কী ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড?গত সোমবার স্পোর্টসস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ জানান, ‘এখনো পর্যন্ত আইপিএলের সূচি বদলানোর সম্ভবনা নেই।আইপিএল খেলতে এসে এবারের আসর থেকে নাম সরিয়ে নিয়েছেন ইংলিশ ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন। গত রবিবার নাম তুলে নেন অস্ট্রেলিয়ান এন্ড্রু টাই। তারপর ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই টুর্নামেন্ট ছাড়ার হিড়িকে নাম লেখান আরও দুই অজি- এডাম জাম্পা এবং কেন রিচার্ডসন। এরপর টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জোরাল হয়।