করোনায় আক্রান্ত ঢাবি অধ্যাপক, বাসা লকডাউন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একজন শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উত্তর ফুলার রোডের শিক্ষক কোয়ার্টারে থাকেন। তার করোনা শনাক্ত হওয়ার পর ওই এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে।করোনায় আক্রান্ত ওই শিক্ষক স্বাস্থ্য অর্থনীতি বিভাগের বলে জানা গেছে। তিনি কোয়ার্টারে নিজের ফ্ল্যাটেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘আমাদের এক শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের একজন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানতে পেরেছি। তিনি স্বাস্থ্য অথর্নীতি বিভাগের অধ্যাপক।’

You might also like