কর্মশালায় বক্তারাঃ ফসল রক্ষা বাঁধের কাজ যথাসময়ে শেষ করতে হবে

সত্যবাণী
সিলেট অফিসঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সংশোধিত কাবিটা নীতিমালা-২০২৩ অনুযায়ী ২০২৩-২০২৪ অর্থবছরে হাওর রক্ষা বাঁধ নির্মাণের লক্ষ্যে গঠিত পিআইসিদের নিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শান্তিগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ২ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় একটি অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জের ইউএনও, পানি উন্নয়ন বোর্ডের শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সুকান্ত সাহার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মোঃ ইয়াছিন আহমদ, সদস্য জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি মো: নুরুল হক, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, ইউপি সদস্য সুরুজ আলী, মসকু মিয়া, মিজানুর রহমান ও জামাল উদ্দিন প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ডের নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শুরু করে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। যারা কাজে গাফিলতি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

You might also like