কাবুলের নিরাপত্তা নিতে প্রস্তুত তুরস্ক : এরদোগান
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
তুরস্কঃ যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব নিতে এখন প্রস্তুত ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক। এমনটাই জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, সম্প্রতি টেলিভিশনে দেওয়া এক ভাষণে এমন কথাই বলেছিলেন প্রেসিডেন্ট এরদোগান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোর শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত সেখানেই তুরস্কের প্রেসিডেন্ট কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের নিরাপত্তা প্রদানের প্রস্তাব দিয়েছিলেন।
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, আমি তালেবান নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য সবসময়ই প্রস্তুত।গত রবিবার সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান। গোটা আফগানিস্তান তালেবান যোদ্ধাদের নিয়ন্ত্রণে যাওয়ার পর যুদ্ধবিধ্বস্ত দেশটির হাজার হাজার দোভাষী দেশ ত্যাগের জন্য কাবুল বিমানবন্দরে এসে ভিড় জমান।এতে বিমানবন্দরটিতে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয়। রবিবার থেকে এ পর্যন্ত বিমানবন্দরে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এমন সংকটময় পরিস্থিতির মধ্যেই তুর্কি সরকার আফগানিস্তান থেকে নিজেদের ৫৫২ জন নাগরিককে ফেরত নিয়ে গেছে।