কামাল লোহানীর মৃত্যুতে যুক্তরাজ্য উদীচীর ভার্চুয়েল শোক সভা
নিউজ ডেস্ক
সত্যবাণী
যুক্তরাজ্যঃ বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কামাল লোহানীর মহাপ্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদ।রবিবার ইউকে সময় বিকেল ৪টায় সংগঠনের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা এক শোকসভায় (ভারচুয়াল) কামাল লোহানীর আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং স্মৃতিচারণ করেন।নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। বাঙ্গালীর দীর্ঘ স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা অর্জনের পথ ধরে স্বাধীন বাংলাদেশের চার দশকে রাজনীতি, সংস্কৃতি ও সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে যে অসামান্য ভূমিকা রেখে গেছেন তা সবসময়ই নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
শোকসভায় সভাপতি ছিলেন উদীচী যুক্তরাজ্য সভাপতি হারুন-অর-রশীদ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উদীচী থেকে জামসেদ আনোয়ার তপন, ডঃ রফিকুল হাসান খান জিন্নাহ, ইউএসএ উদীচীর জীবন বিশ্বাস, সিপিবি যুক্তরাজ্যের আবিদ আলী, কানাডা উদীচীর আজিজুল মালিক, ফ্রান্স উদীচী থেকে কিরণ মন্ডল, ইউকে (নর্থ) থেকে ডা: মাহমুদা হোসেন ও ডা: সেলিম ভুইয়া এবং যুক্তরাজ্য উদীচী থেকে ডলি ইসলাম,সৈয়দ রাকিব, মাহমুদ এ রউফ, জুবের আখতার সোহেল, হাবিব রহমান প্রমুখ।সভা সঞ্চালনায় ছিলেন গোপাল দাস।