কাল থেকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ করোনা টিকার প্রথম ডোজ প্রদান আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।রবিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে একথা জানানো হয়।তবে প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ থাকলেও দ্বিতীয় ডোজের টিকাদান চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন প্রথম করোনার টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়।এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। গতকাল শনিবার পর্যন্ত সারাদেশে মোট ৭৯ লাখ ৫৪ হাজার ১৭৬ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জন (পুরুষ ৩৫ লাখ ৯৬ হাজার ৩০৬ জন ও নারী ২২ লাখ ২ হাজার ৫৭৪ জন)। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন (পুরুষ ১৪ লাখ ১৮ হাজার ৩০ জন ও নারী ৭ লাখ ৩৭ হাজার ২৬৬ জন)।

You might also like