কিন ব্রিজের নিচ থেকে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ নগরির কিনব্রিজের নিচ থেকে এক ব্যবসায়ির নগদ ৪ লাখ টাকা, ২ টি মোবাইল ফোন, এক বস্তা সুপারি ও ১ কার্টুন সিগারেট ছিনতাইর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাব্বির (২২) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে নগরির দক্ষিণ সুরমার চাদনীঘাট এলাকার স্বপ্নীল/১৩-এর আলেক উদ্দিনের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি মোটর সাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ৭ অক্টোবর ছিনতাইয়ের ঘটনা ঘটে।শুক্রবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র মিডিয়া শাখা জানায়, গত ৭ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে নগরির কিনব্রিজের নিচ দিয়ে ব্যবসায়িক মালপত্র নিয়ে যাচ্ছিলেন কানাইঘাট উপজেলার কাদিরগ্রামের মতজির আলীর ছেলে রিয়াজ উদ্দিন (৩৫)। এ সময় তার গাড়ির গতিরোধ করে চাকু দেখিয়ে তার সঙ্গে থাকা নগদ ৪ লাখ টাকা, ২টি মোবাইল ফোন, ১ বস্তা সুপারি (যার মূল্য অনুমান ৩০ হাজার টাকা) ও ২০ কার্টুন সিগারেট (যার মূল্য অনুমান ১৭ হাজার টাকা) ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায়।এ ঘটনায় রিয়াজ উদ্দিন পরবর্তীতে ৭ জনের নাম ঠিকানা উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সাব্বিরকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

You might also like