কিনব্রিজ’র সংস্কার কাজ দ্রুত শেষ করুন-সদর দক্ষিণ নাগরিক কমিটি
সত্যবাণী
সিলেট অফিসঃ জনদুর্ভোগ লাঘবে নগরির গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ কিনব্রিজ’র সংস্কার কাজ দ্রুত শেষ করার জোর দাবি জানিয়েছে অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’। গত ২৯ অক্টোবর রোববার রাতে নগরির স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের এডহক কমিটি’র জরুরী বর্ধিত সভার এক প্রস্তাবে এ দাবি জানানো হয়।
সভার প্রস্তাবে বলা হয়, ‘২ মাসের মধ্যে শেষ করার ঘোষণা দিয়ে বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) প্রকৌশল বিভাগ গত ১৬ আগস্ট থেকে চলাচলের অনুপযোগী ক্বিনব্রিজের সংস্কার কাজ শুরু করে। ঘোষণা অনুযায়ী গত ১৫ অক্টোবর কাজ শেষ হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ ৩০ নভেম্বরের পূর্বে সংস্কার কাজ শেষ করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে। অভিজ্ঞ মহল মনে করছেন, স্বল্পসংখ্যক কর্মী নিয়ে কচ্ছপগতিতে যেভাবে সংস্কার কাজ চলছে, এতে করে আগামী বছরের প্রথম ৩ মাসেও এই কাজ শেষ হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কার্যতঃ কর্তৃপক্ষের এহেন গড়িমসির ফলে জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে এবং এ নিয়ে জনমনে প্রচন্ড ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে।’
প্রস্তাবে আরো বলা হয়, প্রাথমিক ভাবেই কর্তৃপক্ষের এমন দায়িত্বহীন কর্মকান্ড হবে, এমন উপলব্দি থেকে গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (পূর্ব) বরাবরে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ একটি স্মারকলিপি প্রদানপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারকাজ সম্পন্নের দাবি জানায়। কিন্তু পরিস্থিতির প্রেক্ষাপটে অনুমেয় যে, রেল কর্তৃপক্ষ এসব দাবি-দাওয়ার প্রতি কোন পাত্তাই দিচ্ছে না। ফলে কর্তৃপক্ষের গাফিলতিতে জনদুর্ভোগ ক্রমশঃ বাড়ছে।
সভায় পরিস্থিতি বিবেচনায় প্রাথমিকভাবে জনদুর্ভোগ লাঘবে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’’ আগামী ৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট-১ আসনের এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং জেলা প্রশাসক বরাবরে পৃথক স্মারকলিপি প্রদান করবে। এছাড়া পরবর্তীতে দিনক্ষণ ঠিক করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরেও অনুরূপ স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
অপর এক প্রস্তাবে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র অন্যতম উপদেষ্টা, দক্ষিণ সুরমার প্রবীণ মুরব্বি, সিলেটের অন্যতম সালিশ ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল হক এডভোকেটকে মোবাইল ফোনে কে বা কারা জঘন্য ভাষায় হুমকি দেয়ার ঘটনার কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। তীব্র নিন্দা জানিয়ে প্রস্তাবে বলা হয়, এহেন ন্যাক্কারজনক অপকর্মের হোতাদের খুঁজে বের করে এদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ অপরিহার্য হয়ে পড়েছে। এ লক্ষ্যে আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
সংগঠনের এডহক কমিটির আহবায়ক আলহাজ্ব সৈয়দ মকবুল হোসেন মাখনের সভাপতিত্বে এবং সদস্য সচিব, সিটি কাউন্সিলর মোহাম্মদ আজম খানের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সদস্য সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, আলহাজ্ব মো. ফরিদুর রহমান, মো. নজরুল হোসেন, খন্দকার মহসিন কামরান, আব্দুল মালেক তালুকদার, সাংবাদিক মোঃ সাদিকুর রহমান চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, সাংবাদিক এমরান ফয়সল, সেলিম আহমেদ শেমিম, মোঃ খলিল মিয়া, কিবরিয়া আহমেদ অপু প্রমুখ।