কৃষক হত্যায় জামায়াত নেতাসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

নিউজ ডেস্ক
সত্যবাণী

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীর চাঞ্চল্যকর হাসান হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম লেবুসহ আটজনের আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। রায়ে আট আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এই রায় দেন। রায় ঘোষণার সময় ১৬ আসামির মধ্যে ১৩ জন আদালতে উপস্থিত ছিলেন।আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- পলাশবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা নজরুল ইসলাম, আব্দুর রউফ, জালাল, সাবেক শিবির নেতা গোলাম মোস্তফা, সোনালি ব্যাংক কর্মচারী শাহ আলম, মিজানুর রহমান, আবু তালেব, রংপুরের পীরগঞ্জের ফারুক। এর মধ্যে মিজানুর ও আবু তালেব পলাতক রয়েছেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) ফারুক আহমেদ প্রিন্স এই তথ্য নিশ্চিত করেছেন।১৯৯৯ সালে ২২ আগস্ট পলাশবাড়ী আদর্শ কলেজের প্রিন্সিপাল আব্দুল মান্নানকে বেআইনিভাবে অপসারণের কারণে আমাবাড়ী গ্রামের লোকজন অসন্তোষ প্রকাশ করে। এর প্রতিবাদ করতে গেলে সুই গ্রামের জামাত বিএনপির লোকজন ক্ষিপ্ত হয়ে হাসান আলী নামের একজনকে নৃশংসভাবে হত্যা করে। দীর্ঘ ২১ বছর পর আজ এই মামলার রায় ঘোষণা করেন আদালত।

You might also like