কেমুসাস পাঠাগারে মূল্যবান বইয়ের দুর্লভ সংগ্রহশালা দেশের অন্যতম সম্পদ :ড.সলিমুল্লাহ খান

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর অধ্যাপক ড. সলিমুল্লাহ খান সিলেটের ঐতিহাসিক কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) লাইব্রেরি পরিদর্শনকালে অনুভুতি ব্যক্ত করে বলেন, বাংলা ভাষাভাষি লেখকদের লেখা বই নিয়ে এখানে রয়েছে এক দুর্লভ বইয়ের সংগ্রহশালা। অতীতেও অনেক বড় বড় লেখকের লেখায় এই লাইব্রেরির সুনাম উঠে এসেছে। তিনি বলেন, সময় স্বল্পতার কারণে অনেক মূল্যবান বইপড়া আজ সম্ভব হয়নি। আগামীতে সময় নিয়ে এসে বই পড়ার ইচ্ছা তিনি প্রকাশ করেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের লাইব্রেরি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এরআগে তিনি কেমুসাস ভবনের ৪র্থ তলায় অবস্থিত কেমুসাস ভাষাসৈনিক মতিন উদ্দীন আহমদ জাদুঘর পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাজহারুল ইসলাম, কেমুসাস ভাষা সৈনিক মতিন উদ্দীন আহমদ জাদুঘরের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন, প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি দেওয়ান এএইচ মাহমুদ রাজা চৌধুরী, সহ-লাইব্রেরি সম্পাদক ইছমত হানিফা চৌধুরী, সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস প্রমুখ।অতিথিদেরকে মুসলিম সাহিত্য সংসদ থেকে প্রকাশিত আল ইসলাহসহ কিছু বই উপহার দেয়া হয়।

You might also like