যশোরে দুস্থ শিশুদের মুখে হাসি ফোটালেন সাংবাদিক উত্তম ঘোষ

আব্দুল্লাহ আল ফুয়াদ
সত্যবাণী

কেশবপুর, যশোর থেকে: করোনা মহামারী আর লকডাউনের ফলে দরিদ্র পরিবারগুলির এখন অত্যন্ত দুরবস্থা।ফলে এবারের ঈদে নিজেদের ছোট ছেলেমেয়েদের নুতন পোশাক কিনে দেওয়া আকাশকুসুম স্বপ্ন। ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য স্বপ্রণোদিত হয়ে এগিয়ে এসে ওই সব শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছেন তরুন সমাজ সেবক উত্তম ঘোষ।বৃহস্পতিবার দুপুরে কেশবপুর উপজেলার জাহানপুর বাজারে “ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক শিশুদের মুখে” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে অর্ধশতাধিক শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেন তিনি। নতুন জামা পেয়ে শিশুরা আনন্দে মেতে উঠে। এ সময় উপস্থিত ছিলেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল আহাদ, ছাত্রলীগ নেতা মোঃ নাছিম প্রমুখ।

তরুন উদ্দোক্তা ও সমাজসেবক উত্তম ঘোষ বলেন, করোনা ভাইরাস মহামারি আকার ধারন করায় এবারের ঈদ হবে একেবারেই অন্যরকমের। যে শিশুটি ঈদে নতুন জামা না পেয়ে কান্না করতো বা ঈদের আনন্দে শামিল হতে পারত না তাকে একটু আনন্দ দেওয়ার জন্যই নতুন জামা দেওয়া হয়েছে। ঈদের আনন্দ আমরা যেমন উপভোগ করব, তেমনি এসব শিশুও নতুন জামা পরে হাসিমুখে ঈদের আনন্দ উপভোগ করবে। তিনি আরো বলেন, শুধু ঈদে নয়, সমাজের ক্রান্তিলগ্নে বাকি দিনগুলোতে মানুষ ও মানবতার তরে কাজ করে যেতে চাই। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

You might also like