কোটা ইস্যু: আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ভার সরকার নেবে। একই সঙ্গে এই আন্দোলনে অংশ নেওয়ার কারণে কোনো সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হলে, তাদের বিষয়টিও বিবেচনা করবে সরকার।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এই তদন্ত কমিটি বিষয়গুলো তদন্ত করে দেখবে। অবস্থা একটু শান্ত হলেই, যে স্থানে এসব ঘটনা হয়েছে সেই স্থানগুলো কমিটি পরিদর্শন করবে।
সাধারণ শিক্ষার্থী যারা এসব ঘটনায় আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। এছাড়া আন্দোলনে অংশ নেওয়ায় যদি কোনো শিক্ষার্থী মামলার শিকার হন, সেক্ষেত্রে কাগজপত্রসহ যোগাযোগ করা হলে সরকারের তরফে বিষয়টি দেখা হবে। পাশাপাশি শিক্ষার পরিবেশ রক্ষা এবং শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও সরকার দেখবে।