কোভিড-১৯ এর কোন লক্ষণ দেখা দিলে দ্রুত টেস্ট বুক করতে দেরী করবেন না

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার মধ্যে যদি কোভিড-১৯ এর কোন উপসর্গ বা লক্ষণ (খুব জ্বর, নতুনভাবে ক্রমাগত কাশি, অথবা গন্ধ বা স্বাদ না পাওয়া বা কমে যাওয়া) দেখা দেয়, তাহলে সাথে সাথে টেস্ট বুক করুন। লক্ষণ দেখা দেয়ার প্রথম ৫ দিনের মধ্যেই আপনাকে পরীক্ষা করতে হবে।

এনএইচএস টেস্ট এন্ড ট্রেস হচ্ছে একটি জাতীয় কর্মসূচি, যার লক্ষ্য হচ্ছে কারো মধ্যে যদি কোভিড-১৯ এর লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুততার সাথে তার পরীক্ষা করার বিষয়টি নিশ্চিত করা। বর্তমানে টাওয়ার হ্যামলেটস বারায় ভ্রাম্যমান টেস্টিং ইউনিট পরিচালনা করা হচ্ছে। এছাড়া হোম টেস্টিং কিটের অর্ডার দেয়া যাবে। আগামী ৬, ৯, ১২ ও ১৫ সেপ্টেম্বর ক্যানরি ওয়ার্ফ এলাকায় মোবাইল টেস্টিং ইউনিট অবস্থান করবে।এছাড়া টেস্ট এন্ড ট্রেস প্রোগ্রাম সম্পর্কে আপনার অভিমত জানতে কাউন্সিল আগ্রহী। এতে করে টাওয়ার হ্যামলেটসে এই কর্মসূচি যতটা সম্ভব কার্যকরী করতে আমরা সক্ষম হবো। আপনার অভিমত জানাতে ভিজিট করুন – talk.towerhamlets.gov.uk/test-and-trace

যদি আপনার মধ্যে কোভিড-১৯ এর কোন উপসর্গ থাকে, তাহলে অতিসত্বর তা পরীক্ষার জন্য বুক করুন – সময় ক্ষেপন করবেন না। ১১৯ নাম্বারে কল করে অথবা NHS.UK/coronavirus এই ওয়েবসাইটে গিয়ে আপনি সহজেই টেস্ট বুক করতে পারবেন।

You might also like