কোম্পানীগঞ্জে ধলাই নদীতে ডুবে পর্যটকের মৃত্যু
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম জয় (২৫)। তিনি ঢাকা মগবাজারের বাসিন্দা। ২৮ আগস্ট সোমবার বেলা আড়াইটায় সাদাপাথর পর্যটনকেন্দ্রে এই ঘটনা ঘটে।কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা জানান, জয় নামের ওই পর্যটক সাদাপাথরে গোসল করতে নেমেছিলেন। এ সময় পানির প্রচন্ড স্রোতে তিনি আর স্থির থাকতে পারেনি। মূহুর্তেই পানির নিচে তলিয়ে যান। পরে সেখানে উপস্থিত ও তার সাথের লোকজন খোঁজাখুজি করে প্রায় ১৫ মিনিট পর তাকে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সাকেরা লিপি জানান, পানিতে ডুবে জয় নামে একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহ আমাদের এখানে আছে। তবে তার সাথের লোকজন সিলেট নিয়ে যেতে চাচ্ছেন। পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।