ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ৬

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে গোলাগুলির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও নয়জন। রবিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় ভোররাতের দিকে গোলাগুলির ঘটনাটি ঘটেছে বলে স্যাক্রামেন্টো পুলিশ জানায়।ভোরে স্যাক্রামেন্টোর একটি রেস্তোরাঁ ও বার লোকজনে পরিপূর্ণ ছিল- এমন সময় হঠাৎ স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি শুরু হয়। লোকজন রাস্তায় পালিয়ে যায়। পরে শহর কর্তৃপক্ষ ঘটনাস্থলে বেশকিছু অ্যাম্বুলেন্স পাঠায়।টুইট বার্তার মাধ্যমে স্যাক্রামেন্টো পুলিশ বলছে, কর্মকর্তারা গুলিতে হতাহতের শিকার ১৫ জনকে শনাক্ত করেছেন। তাদের মধ্যে ছয়জনকে মৃত অবস্থাতে পাওয়া যায়। স্যাক্রামেন্টো পুলিশের প্রধান ক্যাথি লেস্টার বলেছেন, ওই এলাকায় টহল দেওয়ার সময় গোলাগুলির শব্দ শুনতে পায় পুলিশ।পরে ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে ছোটাছুটি করে পালিয়ে যেতে দেখা যায়। সেখানে ৬ জনের মরদেহ সড়কে পড়ে থাকতে দেখা যায় বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

যদিও গোলাগুলির ঘটনায় এ পর্যন্ত কোনো সন্দেহভাজনকে জিম্মায় নেওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন। লেস্টার বলেছেন, এটি সত্যিই মর্মান্তিক পরিস্থিতি।ক্যালিফোর্নিয়া পুলিশের এই কর্মকর্তার মতে, তদন্তকারী কর্মকর্তারা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। সন্দেহভাজন অভিযুক্তদের শনাক্তে কোনো ধরনের তথ্য থাকলে তা পুলিশকে দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।রবিবার স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে স্যাক্রামেন্টোর ১০তম ও কে স্ট্রিটের মধ্যবর্তী এলাকায় গোলাগুলির এই ঘটনা ঘটেছে। গোলাগুলির ঘটনার পর স্যাক্রামেন্টোর ৯ ও ১৩ নম্বর সড়ক বন্ধ করে দেয় প্রশাসন। ঘটনার পেছনে কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।উল্লেখ্য, পুলিশ ওই এলাকা এড়িয়ে চলতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশি উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ।

You might also like