ক্লাব সভাপতি কথা রাখেননি: মেসি
নিউজ ডেস্ক
সত্যবাণী
স্পোর্টস ডেস্কঃ অবসান হয়েছে অপেক্ষার, কাটল মেসি-বার্সেলোনা সম্পর্কের অচলাবস্থা। চুক্তির কোটা পূরণ করতে আগামী মৌসুম বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। তবে ট্রান্সফার ইস্যু নিয়ে ক্লাব প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউকে ধুয়ে দিলেন ইতিহাসের সেরা এই ফুটবলার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গোল ডট কমে সাক্ষাৎকারে মেসি বলেন, আমি প্রেসিডেন্টসহ ক্লাবকে বলেছি, আমি যেতে চাই। আমি এটি তাকে পুরো বছরই বলেছি। আমার বিশ্বাস ছিল সময় হলেই সরে যেতে পারবো। আমি বিশ্বাস করি ক্লাবের আরো তরুণ ও নতুন খেলোয়াড় দরকার এবং আমি ভেবেছিলাম আমার বার্সেলোনা ক্যারিয়ার শেষ ছিল। তিনি বলেন, আমি খুবই দুঃখিত, কেননা আমি সবসময় বলে এসেছি এখানেই আমার ক্যারিয়ার শেষ করতে চাই।রেকর্ড ছয় বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা আরো বলেন, আমি প্রেসিডেন্টকে আমার চলে যাওয়ার কথা বলেছি, হ্যাঁ প্রেসিডেন্টও সবসময় বলেছেন, ‘আমার থাকা বা চলে যাওয়ার সিদ্ধান্ত মৌসুম শেষে আমি নিতে পারবো।’ তবে দিন শেষে সে তার কথা রাখেননি।