ক্ষুদে ডিজাইনাররা তৈরী করেছে কাউন্সিলের ক্রিসমাস কার্ড

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটস বারার শিশুদের ডিজাইন করার সেরা ক্রিসমাস কার্ড কাউন্সিলের পক্ষ থেকে পাঠিয়েছেন মেয়র জন বিগস, চীফ এক্সিকিউটিভ উইল টাকলি ও শিশু ও সংস্কৃতি বিভাগের কর্পোরেট ডিরেক্টর জেমস থমাস।কাউন্সিলের এবারের ক্রিসমাস কার্ড ডিজাইন কম্পিটিশনে জমা পড়া ৭০টিরও শতাধিক ডিজাইন থেকে তিনটি বিজয়ী নকশা বাছাই করতে গিয়ে তাদেরকে বেশ হিমসিমই খেতে হয়েছে।

এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো বারার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা। তাদের আঁকা ও তৈরী করা নকশাগুলো থেকে সেরা তিনটি বেছে নেয়া হয় এবারের ক্রিসমাস কার্ডের ডিজাইন। মেয়রের ক্রিসমাস কার্ডের ডিজাইনটি করেছে উইলিয়াম ডেভিস স্কুলের ১০ বছর বয়সী এস্টার নবেল স্টেইন। চীফ এক্সিকিউটিভ যার ডিজাইনটি তাঁর কার্ডের জন্য পছন্দ করেন, সে হচ্ছে ক্লাউডিয়া ফেব এবং ওসমানী স্কুলের সুবিত মজুমদারের ফাদার ক্রিসমাস ও স্নোম্যান ডিজাইনটি শোভা পাবে কর্পোরেট ডিরেক্টরের কার্ডের প্রচ্ছদে।করোনাভাইস মহামারীর কারণে এ বছর ক্রিসমাস কার্ড পাঠানো হচ্ছে ইলেক্ট্রনিক্যালি।মেয়র জন বিগস বলেন, বারার যে শিশুরা তাদের নকশাগুলো পাঠিয়েছিলো, তাদের ব্যতিক্রমী উচ্চমানের কল্পনা ও প্রতিভা দেখে আমরা খুবই অভিভূত হয়েছিলাম। আমি প্রতিযোগিতায় অংশ নেয়া সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

You might also like